Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

ক্র.নং

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,সাতক্ষীরা কলারোয়াও উপজেলা কর্তৃক প্রদেয় সেবা সমূহঃ

০১

উপকারভোগীগণের নিকট থেকে সহায়ক চাঁদা সংগ্রহের মাধ্যমে সরকারী ভাবে পল্লী অঞ্চলে বিভিন্ন ধরনের পানির উৎস স্থাপন ও পূনর্বাসন করণ।

০২

পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্থাপনাদি নির্মাণ এবং পরিচালনা ও রক্ষনাবেক্ষন।

০৩

নিরাপদ পানির উৎস স্থাপনে জনগনকে পরামর্শ প্রদান।

০৪

স্যানিটারী ল্যাট্রিন স্থাপন,  ব্যবহারও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগনকে পরামর্শ প্রদানও উদ্ভুদ্ধকরণ।

০৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরীয় উপজেলা অফিসে বিনামূল্যে পানিতে আর্সেনিকের উপস্থিতি নির্ণয়।

০৬

ফি প্রদান সাপেক্ষে অধিদপ্তরীয় ল্যাবরেটরীতে আর্সেনিক, আয়রন, ক্লোরাইড, ব্যাকটেরিয়াসহ পানিরবিভিন্ন ধরনের প্যারামিটারপরীক্ষার জন্য পরামর্শ প্রদান।

০৭

এছাড়া দূর্যোগকালীন সময়ে জরুরীভিত্তিতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করণ।

০৮

অধিদপ্তরীয় জনবল দ্বারা ল্যাট্রিন সেট নির্মাণ ও নির্ধারিত মূল্যে বিক্রয় এবং ঠিকাদার হতে সরবারহ প্রাপ্ত ল্যাট্রিন সেট হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণ।

০৯

এছাড়া সরকারী উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন।